আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৭:০৭
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

নাগরপুর মহিলা কলেজে অধ্যক্ষ নিয়োগে দুর্নীতির অভিযোগ

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজে দুর্নীতি ও অনিয়মের মাধমে অধ্যক্ষ নিয়োগের অভিযোগ উঠেছে। এছাড়াও ওই কলেজের এক ছাত্রীকে নির্যাতনের মামলায় অভিযুক্ত আনিসুর রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ পদের এক প্রার্থী মো. ওবায়দুর রহমান।
টাঙ্গাইলের লায়ন নজরুল ইসলাম মহাবিদ্যালয়ের সহকারী অধ্যপক ও নাগরপুর মহিলা কলেজের অধ্যাক্ষ পদের প্রার্থী মো. ওবায়দুর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গত ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় তিনি সর্বোচ্চ নাম্বার পান। ওই দিন পরীক্ষার ফলাফল ঘোষণার কথা থাকলেও অনিয়ম ও ষড়যন্ত্রমূলকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা না করে নিয়োগ বোর্ডের সদস্যরা সেখান থেকে চলে যান।
তার অভিযোগ, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ নিয়োগ দাতা এবং ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহমেদ ও সদস্য এটিএম আনিসুজ্জামান বুলবুলসহ কতিপয় সদস্য ওই শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। অধ্যক্ষ পদে যোগ্যতার মাপকাঠি বিবেচনায় না নিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই চক্রটি আনিসুর রহমানকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। একাডেমিক শিক্ষায় অনুপযুক্ত এবং একই কলেজের ছাত্রীকে নির্যাতনের মামলায় অভিযুক্তকে কলেজের অধ্যক্ষ হিসেবে নিযোগ প্রক্রিয়া সম্পন্ন করায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুর রহমান বলেন, যাকে অধ্যক্ষ নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে তিনি ২০১৫ সালের ২৮ মার্চ কলেজে এক ছাত্রীকে শ্লীলতাহানি করায় তাকে প্রকাশ্যে গণপিটুনি দেয়া হয়। নৈতিক স্খলন জনিত দোষে দুষ্ট আনিসুর রহমানের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা চলমান রয়েছে (মামলা নং ৭৯/২০১৫)।
তিনি স্বচ্ছভাবে ঐতিহ্যবাহী নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ পদে যোগ্য লোককে নিয়োগ প্রদানের ক্ষেত্রে শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।
নাগরপুর মহিলা কলেজে ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মুলতান উদ্দিন আহমেদ বলেন, অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় আমার জানামতে কোন অনিয়ম হয়নি। অভিযুক্ত আনিসুর রহমান নাগরপুর মহিলা কলেজের পূর্বের অধ্যক্ষের ষড়যন্ত্রের শিকার। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে।
এ বিষয়ে আনিসুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমার বিরুদ্ধে নারী নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে তা ছিল ষড়যন্ত্রমূলক।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়