
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদীর কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী উত্তরপাড়া অংশে শাখা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার(২৯ জুন) সকালে স্থানীয়রা নিউ ধলেশ্বরী নদীর শাখা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
