আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:৪৮
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ

দৃষ্টি নিউজ:

dristy.tv--23
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সোমবার(৫ জুন) দুপুরে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাধারণ জনগণ। তাঁরা প্রায় ৩০ মিনিট বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে শ’ শ’ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কৃষক শ্রমিক জনতা লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাসমত আলী, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কাশীনাথ মজুমদার পিংকু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার শুভ প্রমুখ। এসময় শামসুল হক কলেজ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় কয়েক হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়