
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার(২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজার ও বটতলা বাজারে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। দন্ডপ্রাপ্তদের মধ্যে নয় জন পিয়াজ ব্যবসায়ী, একজন চাল ব্যবসায়ী ও তিনজন মুরগী ব্যবসায়ী।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- চাঁন মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, গোবিন্দ সরকার, সবুজ মিয়া, হাসু মিয়া, আকমল হোসেন, জোয়াহের আলী, সেকান্দার হোসেন, সিদ্দিকুর রহমান, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন এবং আমিনুল ইসলাম । এদের মধ্যে নয়জনকে ১০ হাজার টাকা করে, তিনজনকে ৫০ হাজার ও একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জানান, ‘জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।