আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | সকাল ১০:০২
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা

দৃষ্টি নিউজ:

গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার-প্রকাশের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে এগিয়ে এলে সমাজ ও দেশের অগ্রগতি ত্বরান্বিত হবে। গণমাধ্যম সব সময় জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করে থাকে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মানুষের সচেতনতা বাড়লে পরিবেশের উন্নয়ন হতে বাধ্য। রোববার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতু-ঢাকা মহসড়কে টাঙ্গাইলের নগরজলফৈ বাইপাসে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ফেডারেল রিপোর্টার্স সোসাইটির সভাপতি ও গ্লোবাল টিভির চিফ নিউজ এডিটর ফেরদৌস মামুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা ও গালফ অয়েলের ব্যাবস্থাপনা পরিচালক অম্লান মিত্র।

সূচনা বক্তব্য রাখেন, সোসাইটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শিশির এবং স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল (সুমন প্রামাণিক)। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাজী তাজউদ্দিন রিপনের পরিচালনায় বক্তারা বলেন, বৃক্ষরোপণ ও পরিচর্যা করা আমাদের সামাজিক দায়বদ্ধতা। নতুন রোপণ করা গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী নিশ্চিত করবে।

 

 

 

 

 

 

 

 

 

সূচনা ও স্বাগত বক্তব্যে সংগঠনের নেতারা বলেন, আমাদের উদ্দেশ শুধুমাত্র বৃক্ষরোপণ নয় বরং সবাই মিলে পরিবেশকে রক্ষা করার একটি বার্তা দেওয়া। প্রকৃতির প্রতি আমাদের এই দায়িত্ব সবারই পালন করা উচিত।

 

 

 

 

 

 

 

 

 

বৃক্ষরোপণ কর্মসূচির সহযোগী প্রতিষ্ঠান গালফ অয়েলের ব্যাবস্থাপনা পরিচালক অম্লান মিত্র বলেন, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং উন্নয়নে গালফ অয়েল লুব্রিকেণ্ট তৈরির ক্ষেত্রে পরিবেশবান্ধব প্রক্রিয়া অনুসরণ করে থাকে। এর বাইরেও গালফ অয়েল সমাজ ও পরিবেশ উন্নয়নে আরও বড় কিছু করার চেষ্টা করে।

 

 

 

 

এদিন পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির সহ¯্রাধিক গাছ মহাসড়কের দুই পাশে রোপণ করা হয়। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি ওই কার্যক্রম বাস্তবায়ন করে।

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়