দৃষ্টি স্পোর্টস:
টাঙ্গাইল পৌরসভার ১২নং ওয়ার্ডের আদি টাঙ্গাইলের ঐহিত্যবাহী বাজিতপুর মাঠে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে হারিয়ে যাওয়া গোল্লাছুট সহ নানা গ্রামীণ খেলাধূলার আয়োজন করা হয়। সোমবার(১৪ এপ্রিল) দিনব্যাপী গ্রামীণ খেলাধূলার আয়োজন করে আদি টাঙ্গাইল বন্ধন ইয়ুথ ক্লাব। বিভিন্ন ইভেন্টের দৌঁড় প্রতিযোগিতার মাধ্যমে খেলাধূলা শুরু হয়। এছাড়া মোরগ লড়াই, সুই সুতা, হাতি উড়ে পাখি উড়ে, ব্যাঙ দৌঁড়, বালিশ খেলার পর আকর্ষণীয় গোল্লাছুট খেলা অনুষ্ঠিত হয়। গোল্লাছুট খেলায় অংশগ্রহণ করে আদি টাঙ্গাইলের বাজিতপুর এলাকার মহিলা ও বালিকারা।
গ্রামীণ খেলায় ৫০ মিটার দৌঁড়ে ১ম স্থান অধিকার করে ইতি, ২য় রাহাত ভুঁইয়া ও ৩য় রেদুয়ান ভুঁইয়া। ৩০০ মিটার দৌঁড়ে সাইম ১ম স্থান, মেহেদী ২য় ও শোয়াইব ৩য় স্থান দখল করে। ব্যাঙ দৌঁড় প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রাহাত ভুঁইয়া, ২য় মাশরাফি ও ৩য় হয় নবীন ভূঁইয়া। ‘হাতি উড়ে- পাখি উড়ে’ প্রতিযোগিতায় হাসান ১ম স্থান অধিকার করে, নাইম ২য় এবং মেহজাবীন ৩য় স্থান দখল করে নেয়। মোরগ লড়াই প্রতিযোগিতায় বিপ্লব ১ম স্থান, রাব্বী ২য় এবং রাসেল ৩য় হয়। সুঁই-সুতা প্রতিযোগিতায় সনি আক্তার ১ম স্থান অধিকার করে, নাসরিন ২য় এবং সুমা ৩য় স্থান অর্জন করে।
আকর্ষণীয় গ্রামীণ খেলাধূলা আয়োজনে অন্যদের মধ্যে দায়িত্বপালন করেন, আল আমিন ভূঁইয়া, ফজলু, হান্নান, শাহীনুর, হারুন, রাসেল, মুহিন, রাফাত ও রহিম। এছাড়া এদিন ভোরে ম্যারাথন দৌঁড়, বিকালে বিভিন্ন বয়সীদের নিয়ে ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন শাহিন জানান, গ্রামীণ খেলাধূলাকে ধরে রাখার প্রয়াসেই এ আয়োজন। নতুন প্রজন্মের মাঝে খেলাধূলার ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও গ্রামীণ খেলাধূলার আয়োজন করা হয়েছে। এ যুগের কিশোর-কিশোরীরা মোবাইল আসক্তি থেকে বের হয়ে মাঠে খেলাধূলা ও পড়ালেখায় মনোযোগী হোক এলাকাবাসী সেটাই প্রত্যাশা করে।