আজ- শনিবার | ১৫ মার্চ, ২০২৫
১ চৈত্র, ১৪৩১ | রাত ৮:১৭
১৫ মার্চ, ২০২৫
১ চৈত্র, ১৪৩১
১৫ মার্চ, ২০২৫, ১ চৈত্র, ১৪৩১

পুতিন-ট্রাম্প ফোনালাপে আর সংঘাত না বাড়ানোর অনুরোধ

দৃষ্টি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই ফোনালাপের বিষয়ে অবগত সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাকে ইউক্রেন যুদ্ধ আর না বাড়াতে পরামর্শ দিয়েছেন।

 

 

 

 

 

নির্দিষ্ট করে ঠিক কোন দিন ট্রাম্প-পুতিনের মধ্যে পোনালাপ হয়ছে তা না জানালেও সাম্প্রতিক সময়েই এই ফোন কল করা হয়েছে বলে জানায় সূত্রটি। ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউংকে এই ফোনকল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য বিশ্ব নেতাদের মধ্যে ব্যক্তিগত ফোনকলের বিষয়ে মন্তব্য করি না। এই ফোনকলের বিষয়ে ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ান দূতাবাস কোনো মন্তব্য করেনি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ওয়াশিংটন পোস্টের তাদের প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প পুতিনকে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতির কথা মনে করিয়ে দিয়ে সংঘাত আর না ‘বাড়ানো’র অনুরোধ করেছেন। তাছাড়া, ট্রাম্প এবং পুতিন ‘ইউরোপে শান্তি স্থাপনের লক্ষ্য’ নিয়ে কথা বলেছেন এবং ‘শীঘ্রই ইউক্রেনের যুদ্ধের সমাধান’ সম্পর্কে কথা বলার জন্য আবারো কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ইউক্রেনকে পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এই ফোনালাপের বিষয়ে আগেই জানানো হয়ছে বলে উল্লেখ করা হলেও, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছেন এই খবর সত্য নয়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি টিখিয়া সংবাদমাধ্যম জানান তারা এই ফোনালাপের বিষয়ে আগে থেকে জানতেন না এবং এ বিষয়ে সমর্থন বা বিরোধিতার এখতিয়ার তারা রাখেন না।

 

 

 

এর আগে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনকলে কথা বলেন ট্রাম্প।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়