আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১:৩৮
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

পুলিশ-ব্যাংক কর্মকর্তা ও আ’লীগ নেতা সহ নতুন ৩৩ জন করোনাক্রান্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় নতুন করে আরো ৩৩ জন সহ মোট করোনাক্রান্ত রোগীর সংখ্যা ৭৩০জন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০ জন, মির্জাপুর ১০ জন, ধনবাড়ি ৩ জন, সখীপুরে ২, ভূঞাপুরে ৭ এবং গোপালপুর উপজেলায় ১ জন রয়েছেন।

শনিবার(৪ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তার স্ত্রী ও ছেলে, সখীপুর উপজেলায় একজন ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী, মির্জাপুর থানার এএসআই ও তার স্ত্রী রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার ঢাকায় পাঠানো নমুনার ফলাফল শনিবার হাতে আসে। এতে নতুন করে ৩৩ জনের করোনা পজেটিভ ধরা পড়ে।

জেলায় এ পর্যন্ত মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩১৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন।

শনিবার (৪ জুলাই) পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৭৩০ জনের মধ্যে মির্জাপুরে ২৪৩, টাঙ্গাইল সদরে ১৫০, নাগরপুরে ৩৮, কালিহাতীতে ৪২, দেলদুয়ারে ৪৩, গোপালপুরে ৩৬, মধুপুরে ৪১, ভূঞাপুরে ৩৭, ধনবাড়ীতে ৩১, ঘাটাইলে ২৮, সখিপুরে ২৭ এবং বাসাইলে ১৪ জন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়