দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের প্যাড়াডাইস পাড়ার প্রবীণ চিকিৎসক আমেরিকা প্রবাসী ডা. কমলেশ সাহা (ডেন্টাল সার্জন) পরোলোক গমন করেছেন(দিব্যান লোকান স্ব-গচ্ছতু)। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে আমেরিকার ম্যারিল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ১৫মিনিটে তিনি পরলোকগমণ করেন।
পরলোকগমণকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ডা. কমলেশ সাহার মরদেহের শেষকৃত্য আমেরিকাতেই সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
ডা. কমলেশ সাহার পরলোকগমণে শহরের প্যাড়াডাইস পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি ড. পিনাকী দে এবং সাধারণ সম্পাদক ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন সহ টাঙ্গাইল শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।