আজ- শনিবার | ১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২ | রাত ১২:১৪
১৫ নভেম্বর, ২০২৫
৩০ কার্তিক, ১৪৩২
১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক, ১৪৩২

প্রত্যেক পূজায় চার-পাঁচটা জায়গা থেকে শাড়ি পান জয়া

দৃষ্টি বিনোদন:

ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজারকে দুই বাংলায় প্রতিষ্ঠিত অভিনেত্রী জয়া আহসান বলেছেন, ‘শেষ কিছু বছর ধরে আমার কাছে পূজার আনন্দ মানে ছবি রিলিজ।

সৃজিতের যে কটা ছবি আমি করেছি, সেগুলো পূজায়ই মুক্তি পেয়েছে। এছাড়া অন্য ছবিও তাই। বড় হওয়ার পরে এটাই আমার কাছে পূজার মূল আকর্ষণ ছিল। এবার পূজা কেমন কাটবে জানি না।’

তিনি বলেন, ‘আমার অক্টোবরে কলকাতায় আসার কথা। ভেবেছি ঢাকা থেকে প্রথম যে ফ্লাইট ভারতে আসবে, সেটাতে চড়েই সোজা আমার যোধপুর পার্কের বাড়িতে ফিরব।

নিদেনপক্ষে পূজার একটু আগেই চলে আসতে চাই, যাতে অন্তত আমেজটা বুঝতে পারি। কলকাতা ছাড়া পূজা ভাবতেই পারি না।

ঢাকায়ও পূজা হবে। তবে ঠাকুর দেখতে যেতে পারব কি-না জানি না। আমাদের সবচেয়ে বড় পূজা হয় বনানীর মণ্ডপে। প্রচুর লোকজন আসেন সেখানে। তবে এবার তা কতটা হবে জানি না। হয়তো সোশ্যাল মিডিয়ায় ঠাকুর দেখতে হবে।’

জয়া বলেন, ‘পূজা আর মৃত্যুর কোলাহল পাশাপাশি এসে দাঁড়িয়েছে। কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমাদের সংযমী হতে শিখিয়েছে। আমাদের অপচয় কম করতে

শিখিয়েছে। পূজা মানেই তো আমাদের বাহুল্যের খরচ, জামা-কাপড়ের ক্ষেত্রে বিশেষ করে। এখন থেকে না হয় আমরা সামঞ্জস্য রেখে সব করি। সে জীবনই হোক বা ফ্যাশন। এটাই না হয় হোক এবার পূজার নতুন ভাবনা!’

তিনি আরও বলেন, ‘আম্ফানের (ঘূর্ণিঝড় আম্ফান) সময় খুব ভেঙে পড়েছিলাম। কাছে যেতে পারছিলাম না। দূর থেকে ওই দৃশ্য দেখা… এখন তো শুনছি ভারতের অবস্থাও সঙ্গীন। যে মানুষগুলোর সঙ্গে রোজ কাজ করেছি, তাদের কী অবস্থা? খুব আকুল হয়ে আছি। সিনেমা হল খুলল। পূজার আগে এটা সত্যি আনন্দের!’

পূজার শাড়ি নিয়ে জয়া বলেন, ‘সংযমের কথা মনে আছেই। কিন্তু পূজা আসবে আর আমি শাড়ির কথা ভাবব না? মন থেকে কি সব মুছে ফেলা যায়? সেদিন আমি ইন্টারনেটে দেখছিলাম কী কী ভালো শাড়ি এসেছে এবার। পূজায় আমি বাংলাদেশের শাড়িই পরি।

আমার মসলিন খুব প্রিয়, সুতিও পছন্দের। প্রত্যেক বছর চার-পাঁচটা জায়গা থেকে শাড়ি উপহার পাই। এবার কী হবে কে জানে! শুধু তো শাড়ি হলেই হবে না। সবদিক থেকেই প্রস্তুত হতে হবে।’

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়