দৃষ্টি নিউজ:
জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে টাঙ্গাইল জেলার তৃনমুল জন সাধারনের সাথে বুধবার (৩মে) গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে প্রশানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা বাংলাদেশকে পিছিয়ে দিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ সৃষ্টি করে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে চাচ্ছে। এদের রিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।
টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারি এমপি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার মো. মাহবুব আলমসহ সকল শ্রেণি-পেশার লোকজন।
ভিডিও কনফারেন্স বর্তমান সরকারের সময়ে টাঙ্গাইল জেলার উন্নয়নে ভিডিও চিত্র তুলে ধরা হয়। জেলার সকল ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপুর্ণস্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে এ ভিডিও কনফারেন্স দেখানো হয়।