আজ- ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ সোমবার  রাত ৯:১৮

প্রভাস-আনুষ্কা বিয়ে করছেন দুই পরিবারের সম্মতিতে

 

দৃষ্টি বিনোদন ডেস্ক:

প্রভাস ও আনুষ্কা

ভারতীয় দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা প্রভাস ও আনুষ্কা বিয়ে করছেন। এতদিন ভক্তরা চেয়েছিলেন প্রভাস ও আনুষ্কা বিয়ে করুক। পরিবারের তরফ থেকে কোনো সাড়া মিলছিল না। এবার নাকি দুই তারকার পরিবারও চাইছে, বিয়ে হোক প্রভাস-আনুষ্কা শেট্টির।


ঘনিষ্ঠ সূত্রে খবর, দুই পরিবার নাকি সম্মতিও দিয়েছে তাঁদের। তারা বুঝতে পেরেছে, দুই তারকা একসঙ্গে থাকলে সুখী হবেন। এবং জোড়ি হিসেবে নায়িকার পাশে নাকি ‘সালার’-খ্যাত প্রভাসকেই মানায়।


২০০৯ সালে ‘বিল্লা’ ছবিতেই প্রথম একসঙ্গে কাজ করেন প্রভাস ও আনুষ্কা। তার পরে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। তার পর ‘বাহুবলী’ ছবিতে তাঁদের অনবদ্য যুগলবন্দি দেখে ভক্তরা বার বার চাইছেন জুঁটি বাঁধুন প্রভাস-আনুষ্কা। শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও এই জুটিকে দেখতে চাইছেন তাঁরা।


এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে আনুষ্কা বলেন, ‘বিয়ে নিয়ে তেমন তাড়াহুড়ো নেই। যখন হওয়ার হবে খুব স্বাভাবিক ভাবেই সেটা হবে’। সব কিছুর একটা নির্দিষ্ট সময় রয়েছে বলেই বিশ্বাস আনুষ্কার।


এদিকে ৪০ পেরিয়ে গিয়েছেন প্রভাস। অভিনেতার মায়ের ইচ্ছে- এবার সংসারী হোন তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno