আজ- শুক্রবার | ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ভোর ৫:৪৩
১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ অগ্রহায়ণ, ১৪৩১
১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ, ১৪৩১

প্রাকৃতিক বনে আর কোনো সামাজিক বনায়ন হবে না :: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

দৃষ্টি নিউজ:

 

পরিবেশ, বন ও জলবায়ুু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রাকৃতিক বনে কিসের সামাজিক বনায়ন প্রশ্ন রেখে বলেছেন- প্রাকৃতিক বনে বনই থাকবে। সামাজিক বনায়নে উপকারভোগীদের সাথে বন বিভাগ চুক্তি স্বাক্ষর করে। এরপর সামাজিক বনায়নের গাছগুলো কেটে উপকারভোগীদের মাঝে পয়সা বিতরণ করে দেয়। বনবিভাগের প্রাাথমিক দায়িত্ব পয়সা বিতরণ করা নয়। তাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে প্রাকৃতিক বনকে রক্ষা করা। প্রাকৃতিক বনায়নে আর কোনো সামাজিক বনায়ন করা হবে না।

 

 

 

 

বুধবার (৬ নভেম্বর) টাঙ্গাইলের বুরো বাংলাদেশ মিলনাতনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন দিনের বেলায় সকল লাইট বন্ধ করে দিয়েছি। এই বিদ্যুৎ কোথায় কীভাবে উৎপাদন হয়- তা জানতে হবে। আমরা কেন দিনের বেলায় বিদ্যুৎ অপচয় করবো। প্রাকৃতিক আলো থাকার পরেও কেন দিনের বেলায় লাইট জ্বালিয়ে প্রোগ্রাম করবো।

 

 

 

 

 

 

উপদেষ্টা বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী উদ্ধার করা যাচ্ছে না। নদীর নিচে তিন থেকে চার স্তরে পলিথিন পড়ে আছে। এ কারণে সেখানে ড্রেজিং করা সম্ভব হচ্ছেনা। তাই আমাদের সকলের উচিৎ পলিথিন ব্যবহার বন্ধ করা।

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে এবছর আমরা প্রচুর পরিমাণে গরম পেলাম। অপরদিকে দুটি বন্যা পেলাম- বাংলাদেশের মানুষ এতো গরম ও অস্বভাবিক বন্যা এরআগে দেখেনি। এটি কিন্তু কৃষকের মনে আতঙ্ক জাগিয়েছে। তাই কৃষি খাতকে সকল রকমের অনিরাপত্তা থেকে বাঁচাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা কেমন করে রোধ করবো? সে সমাধান আমরা অধিক খাদ্য ফলিয়ে এবং উন্নত বিশে^র জীবাষ্ম জ¦ালানি পোড়ানো রোধ করে সম্ভব করবো।

 

 

 

 

 

 

 

 

আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুরো বাংলাদেশের এইচআরডি অ্যান্ড আইসিটি ডিরেক্টর অপারেশন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফারমিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।

 

 

 

 

 

 

 

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল হক, আসপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন এমএ রশীদ, রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন প্রমুখ।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়