আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১:৪০
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

প্রয়াত টেনিস তারকা পিমনের ২৯তম জন্মদিন পালিত

দৃষ্টি নিউজ:


প্রয়াত জাতীয় টেনিস তারকা মাজহারুল ইসলাম পিমনের ২৯তম জন্মদিন বুধবার(৪ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, কাঙালি ভোজ, মরহুমের কবর জিয়ারত ইত্যাদি।
টাঙ্গাইল শহরের কলেজপাড়াস্থ নুরানী হিফজুল কোরআন মাদ্রাসা ও হিফজ রিভিসন অ্যাকাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রয়াত পিমনের বাবা সেলিম তরফদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নুরানী হিফজুল কোরআন মাদ্রাসা ও হিফজ রিভিসন অ্যাকাডেমির পরিচালক হাফেজ মুহাম্মদ রেজাউল করিম রাজু, বিশিষ্ট গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী ফিরোজ আহাম্মেদ বাচ্চু, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম কাজী মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ। অ্যাকাডেমির শিক্ষার্থীরা দিনভর কোরআন খতম দেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, প্রয়াত টেনিস তারকা পিমনের গ্রামের বাড়ি গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া তালুকদার বাড়িতেও কোরআন খতম, কাঙালি ভোজ ও মরহুমের কবর জিয়ারত কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়