দৃষ্টি নিউজ:
ফিলিস্তিনের স্বপক্ষে টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ এপ্রিল) বিকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলার উদ্যোগে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফিলিন্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে একটি সংহতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা এবং অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা, সদস্য আবির হোসেন, গণসংহতি আন্দোলনের সদর উপজেলার সংগঠক তুষার আহমেদ, সদস্য কানিজ ফাতেমা প্রমুখ।
বক্তারা বলেন, ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস বর্তমানে ভয়াবহ রূপ নিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনের মানুষ এক ঘোর অমানবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
তারা আরও বলেন, বাংলাদেশের ছাত্রসমাজ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে, ফিলিস্তিনের জনগণের মুক্তি সংগ্রামের পক্ষে। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানাই এবং বাংলাদেশের সরকারের কাছেও আহ্বান জানাই ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হোন। ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। সমাবেশে দেশে-বিদেশে ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ছাত্র সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।