দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধীতার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা এসে গোপালপুর থানা মোড়ে একত্রিত হয়।
গণমিছিলটি গোপালপুর পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিশাল গণসমাবেশে মিলিত হয়। গণসমাবেশে প্রায় দশ হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন গিয়াস, অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামাত-শিবিরের চক্রান্তে একটি স্বার্থান্বেষী মহল বঙ্গবন্ধু ও জাতির পিতার ভাস্কর্য নির্মাণে বিরোধীতা করছে। তাদের এই মনোবাসনা বাংলার মাটিতে কখনো পূরণ হবে না। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে।
