আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | বিকাল ৫:০০
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

বঙ্গবন্ধুর রাজনৈতিক পিতা মওলানা ভাসানী :: কাদের সিদ্দিকী

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবরে পুস্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে কৃষক শ্রমিক জনতা লীগের

প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক পিতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী একজন ঐতিহাসিক নেতা। এ দেশে তাঁর জন্ম না হলে আমরা কেউ এ পর্যায়ে আসতে পারতাম না, বঙ্গবন্ধু জাতির পিতা হতেন না, বাংলাদেশ হতো না।

দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সবার ভাসানীর জীবন ও চরিত্র আরও কঠিনভাবে অধ্যয়ন করা উচিত।

বঙ্গবীর বলেন, আমাদের দেশের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদের আরও দৃঢ়, সৎ ও ত্যাগী হতে হবে। এখন হুজুরের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে হাজারো মানুষ তাঁর কবর প্রাঙ্গণে ছুটে আসেন।

কিন্তু আমরা যাঁরা নেতা- তাঁরা অতীতকে স্বীকার করিনা। তাঁদের কিন্তু অনেক দুর্দশা হবে। সে জন্যই বলছি যাঁর যে মর্যাদা বিশেষ করে স্বাধীনতায় যাঁর যে মর্যাদা সবারই তা স্বীকার করা উচিত। দেশকে পরিচালনা করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিত।

এ সময় কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতীক ও জেলার নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়