আজ- রবিবার | ৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২ | দুপুর ১:১৪
৯ নভেম্বর, ২০২৫
২৪ কার্তিক, ১৪৩২
৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক, ১৪৩২

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের ৯মাস প্রেরণা যুগিয়েছে :: ড. মুনতাসীর মামুন

দৃষ্টি নিউজ:

দেশ বরেণ্য লেখক ও ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাস স্বাধীনতা সংগ্রামে উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে বীর বাঙালিদের প্রেরণা যুগিয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশ বেতারের ‘বজ্রকণ্ঠ’ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রচার করা হত।

তিনি বলেন, নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ধর্ম নিরপেক্ষতা দিয়ে রাষ্ট্রের বৈষম্য দূর করেছিলেন আর জিয়াউর রহমান ধর্মকে ব্যবহার রাষ্ট্রকে দ্বিখন্ডিত করেছেন। তিনি সোমবার(২ মার্চ) টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ঐতিহাসিক ৭মার্চ ও স্বাধীনতার ঘোষণা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন।

বিশ্ববিদ্যায়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সেমিনার হলে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

https://youtu.be/fUDSLq5nvb4

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন সেমিনার ও প্রদর্শনী উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও লেখক স্বদেশ রায়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়