আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:২৪
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

বঙ্গবন্ধুসেতুর গ্রামরক্ষা বাঁধে ধস :: টাঙ্গাইলের পূর্বাঞ্চল প্লাবিত

দৃষ্টি নিউজ:


যমুনার টাঙ্গাইল অংশে বঙ্গবন্ধুসেতুর দক্ষিণে কালিহাতী উপজেলার গরিলাবাড়ি গ্রামরক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। মঙ্গলবার বিকাল থেকে বুধবার(২৩ আগস্ট) সকাল পর্যন্ত বাঁধের এক হাজার মিটার ধসে যমুনার পেটে চলে গেছে। এতে বাঁধের অংশের বেশ কয়েকটি ব্লকও ধসে যায়।
জানা যায়, ২০০৪ সালে বঙ্গবন্ধুসেতুর পূর্বপাড়ে কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় সেতুর দক্ষিণে গাইড বাঁধে কয়েকটি গ্রাম রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। দক্ষিণ বেলটিয়া গ্রামের আব্দুল আলীম, চাঁন মিয়া সিকদার সহ এলাকাবাসীর অভিযোগ, বাঁধের অদুরবর্তী স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ বাঁধে ধস নেমেছে। তারা জানান, বাঁধটি পুরোপুরি ভেঙে পড়লে টাঙ্গাইলের বিস্তীর্ণ এলাকায় আবারও বন্যা দেখা দিবে।
বঙ্গবন্ধুসেতু পুর্ব প্রান্তে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সাইট অফিসের উপ-সহকারী প্রকৌশলী মো. শাহীন হোসেন জানান, সেতুর দক্ষিণের গাইড বাঁধের অংশে ভাঙন শুরু হয়েছে।
বিবিএ’র সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম আলী জানান, মূল সেতুর বাইরে ধসের ঘটনা ঘটেছে। রাস্তা ভেঙে যায়নি। ধসের অংশটুকু সেতুর মধ্যে পড়ে না।
এদিকে, টাঙ্গাইলের পশ্চিমাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জেলার পূর্বাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। উজানের পানি নেমে ঘাটাইল, কালিহাতী, বাসাইল ও সখীপুর উপজেলার নিচু এলাকায় ঢুকছে।
জানাগেছে, ঘাটাইল, কালিহাতী ও সখীপুর উপজেলার পাহাড়িয়া এলাকার পশ্চিমে নিচু বসতিতে উজানের পানি নেমে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফলে ওইসব এলাকার পাকা সড়কে পানি উঠেছে। টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারি মঙ্গল ও বুধবার(২৩ আগস্ট) নৌকা নিয়ে ওইসব এলাকা পরিদর্শন করেছেন। তিনি স্থানীয়দের ধৈর্য ধরে বন্যা মোকাবেলা করার জন্য উৎসাহ দিচ্ছেন।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়