দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে সেতুর পূর্বপাড়ের গোলচত্তর নামক স্থানে রোববার(১৬ ফেব্রুয়ারি) বিকালে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ম্যাটসের দুই শিক্ষার্থী(ইণ্টার্ণী) নিহত হয়েছেন।
নিহত দুইজনের মধ্যে এক জন হচ্ছেন- ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ম্যাটসের শিক্ষার্থী মাইন উদ্দিন হামিম ও অপর জনের পরিচয় পাওয়া না গেলেও তারা দুজন বন্ধু এবং একই হাসপাতালের ছাত্রী(ইণ্টার্ণী) বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ওই দুই ছাত্র-ছাত্রী বন্ধু বেড়ানোর জন্য বঙ্গবন্ধুসেতু এলাকায় যান। রোববার বিকালে গোলচত্তর নামক স্থানে রাস্তা পাড় হওয়ার সময় ঢাকাগামী গোবিন্দগঞ্জ এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস(নং- ঢাকা মেট্রো-ব-১১-৯৯৯৫) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাদের মধ্যে একজনের আইডি কার্ড থেকে জানা যায়, তিনি মাইন উদ্দিন হামিম। অপরজন নারী ও একই হাসপাতালের ম্যাটসের শিক্ষার্থী। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার উপ-পরিদর্শক(এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন সরোয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
