দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার পৌলী নদীর পুংলি সেতুর অ্যাপ্রোচে ধস দেখা দিয়েছে। অ্যাপ্রোচের ধস ঠেকাতে সাময়িকভাবে বালির বস্তা ফেলা হচ্ছে।
জানাগেছে, বন্যার পানি কমতে শুরু করায় বুধবার(২৬ আগস্ট) বিকালে মহাসড়কে পুংলি সেতুর দক্ষিণপাশের অ্যাপ্রোচে ১৫ মিটার এলাকা ধসে যায়। খবর পেয়ে মহাসড়ক চারলেন প্রকল্পের লোকজন প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে ধস ঠেকানোর চেষ্টা করে।
টাঙ্গাইল সড়ক ও জনপথ অধিদপ্তরের(সওজ) নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানান, পুংলি সেতুর অ্যাপ্রোচ ধসে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন।
যেহেতু মহাসড়কের উন্নয়নের কাজ একটা প্রকল্পের অধীনে রয়েছে সুতরাং ওই প্রকল্পের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, মহাসড়কের পুংলি সেতুর অ্যাপ্রোচে ধসের বিষয়টি তার জানা নেই।
