দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে শনিবার(১২ ডিসেম্বর) মধ্য রাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক মো. রুবেল মিয়া(২৫) নিহত ও অপর তিন জন আহত হয়েছেন।
নিহত মো. রাসেল মিয়া ঢাকা জেলার ধামরাই উপজেলার ইন্দ্রারা নয়াচরা গ্রামের ইমরান আলীর ছেলে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী আইয়ুবুর রহমান জানান, শনিবার মধ্যরাতে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতীর চরভাবলা নামক স্থানে উত্তরাঞ্চলগামী পোল্ট্রিী ফিড বোঝাই একটি ট্রাক ও ঢাকাগামী কয়লা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই ট্রাকের চালক ও হেলপারসহ চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একটি ট্রাকের চালক মো. রুবেল মিয়া মারা যান।