দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ভূঞাপুর সড়কের বাগবাড়ী নামক স্থানে বেইলি ব্রিজ ভেঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার(২৫ এপ্রিল) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বঙ্গবন্ধুসেতু-ভূঞাপুর সড়কে প্রতিদিন শ’ শ’ বালুবাহী ড্রামট্রাক চলাচল করে থাকে। অবৈধ বালু উত্তেলন করে ওই সড়ক দিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। ফলে গাড়ির মাত্রাতিরিক্ত চাপে স্থানীয়রা কোন রকমে যাতায়াত করে থাকেন। মঙ্গলবার(২৫ এপ্রিল) বিকালে অবৈধভাবে উত্তোলনকৃত বালুবাহী একটি ড্রাম ট্রাক বাগবাড়ী বেইলি ব্রিজ পাড় হওয়ার সময় অতিরিক্ত ওজনে পাটাতন ভেঙ্গে পড়ে। ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা ট্রাকটি উদ্ধারের চেষ্টা করছে। বঙ্গবন্ধুসেতু কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ অধিদপ্তরের কেউ ঘটনাস্থলে যায়নি।