দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতুতে শুক্রবার(২৩ জুন) সকাল ৬ টা থেকে শনিবার(২৪ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায় করা হয়েছে। এটি বঙ্গবন্ধুসেতুর সর্বোচ্চ টোল আদায়ের নতুন রেকর্ড। এরআগে গত বছর ২৪ ঘণ্টায় ২ কোটি ১০ লাখ টাকার টোল আদায়ই ছিল সর্বশেষ সর্বোচ্চ রেকর্ড।
সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা দিয়ে ঈদ যাত্রায় ছোট বড় বিভিন্ন ধরনের ২৬ হাজার ৭৩৭ টি যানবাহন পারাপার হওয়ায় এ রেকর্ডের সৃষ্টি হয়।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম বলেন, গত ২৪ ঘণ্টায় দুই কোটি ১৫ লাখ টাকার টোল আদায়ের মধ্য দিয়ে সেতু কর্তৃপক্ষ এ রেকর্ড অর্জন করেছে।