দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সেতুর পূর্ব ও পশ্চিমপ্রান্তে ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
ঘন কুয়াশায় বৃহস্পতিবার(২১ জানুয়ারি) দিনভর টোল আদায় মাঝে মাঝে বন্ধ রাখায় সেতুর পূর্বপ্রান্তে ঢাকার দিকে করটিয়া পর্যন্ত এবং পশ্চিমপ্রান্তে সেতুর সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এতে থেমে থেমে গাড়ি চলাচল করায় যানজটে পড়ে যাত্রী সাধারণ ও চালক-হেলপাররা মারাত্মক ভোগান্তির শিকার হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে মহাসড়কে ধীর গতিতে যান চলাচল করলেও বিকালের দিকে আবারও যানজট বেড়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ইফতেখার রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় মাঝে মাঝে বন্ধ রাখায় সেতুর উভয়প্রান্তে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রচন্ড শীতে আটকে থাকা যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
এদিকে, ঘন কুয়াশার কারণে বুধবার(২০ জানুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত তিন দফা সেতুতে টোল আদায় বন্ধ থাকে।
