দৃষ্টি নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ‘মুজিব বর্ষ সাইক্লিং এক্সপেডিশন’ দল টাঙ্গালের বঙ্গবন্ধু সেনানিবাসে এসে পৌঁচেছে।
মঙ্গলবার(১৭ নভেম্বর) বগুড়া সেনানিবাস থেকে ৭৪ কিলোমিটার সাইক্লিং করে বিকালে বঙ্গবন্ধু সেনানিবাসে পৌঁছে।
বঙ্গবন্ধু সেনানিবাসে ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাকিল আহমেদ ফুল দিয়ে তাদের স্বাগত জানান।
এ সময় বঙ্গবন্ধু সেনানিবাসের ১১ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌসী ক্যাসানী, বঙ্গবন্ধু সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন দল বঙ্গবন্ধু সেনানিবাসে একদিন দুই রাত অবস্থান করে বৃহস্পতিবার সকালে পুনরায় সাভার সেনানিবাসের উদ্দেশে যাত্রা শুরু করবে।
সাইক্লিং এক্সপেডিশন দলনেতা মেজর আব্দুল্লাহ আসিফ মাহমুদ জানান, গত ৮ নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ১০০ জন সেনাসদস্য অদম্য শক্তি ও সাহসিকতার সঙ্গে তেতুলিয়ার বাংলাবান্ধা থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপ পর্যন্ত এক হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সংকল্প নিয়ে যাত্রা শুরু করে।
মঙ্গলবার পর্যন্ত ষষ্ঠ দিনে ৫২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে টাঙ্গালের বঙ্গবন্ধু সেনানিবাসে পৌঁছে। একদিনে তারা সর্বোচ্চ ১২১ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন এর সমাপনী অনুষ্ঠান কক্সবাজারের জলতরঙ্গে আগামি ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
