আজ- রবিবার | ৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১ | ভোর ৫:৫১
৯ ফেব্রুয়ারি, ২০২৫
২৬ মাঘ, ১৪৩১
৯ ফেব্রুয়ারি, ২০২৫, ২৬ মাঘ, ১৪৩১

বছরে সোয়া লাখ মানুষ তামাকে মৃত্যুবরণ করে :: মতবিনিময় সভায় বক্তারা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ‘তামাক নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ গাইড লাইন বাস্তবায়নে কর্তৃত্বপ্রাপ্ত কর্তকর্তাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, তামাকজনিত রোগে বাংলাদেশে প্রতি বছর এক লাখ ২৬ হাজার মানুষ মৃত্যুবরণ করে- যার অধিকাংশ অকালমৃত্যু। এতে বোঝা যায়, তামাক ব্যবহারে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি।

 

 

 

 

 

 

 

এজন্য ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে এর ক্ষতিকর দিক প্রচারণার মাধ্যমে জনগনকে আরও সচেতন করে তুলতে হবে। সোমবার(১১ নভেম্বর) টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদ।

 

 

 

 

সভায় তামাকের ক্ষতিকর দিক উল্লেখ করে বক্তরা জানান, এ খাত থেকে ২০২২-২০২৪ অর্থ বছরে সরকার প্রায় ৩৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করলেও, চিকিৎসা ব্যায় ও উৎপাদনশীলতা হারিয়েছে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

 

 

 

 

 

 

 

 

 

সভায় সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা যাতে ধুপপানে আসক্ত না হয় সেদিকে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে চাহিদা ও উৎপাদন দুটোই কমে যাবে।

 

 

 

 

 

 

 

 

রেসরকারি উন্নয়ন সংস্থা স্মরণীর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান। মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন- নাটাবের প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ।

 

 

 

 

 

 

 

 

 

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. মুহাম্মদ আজিজুল হক, টাঙ্গাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, রেসরকারি উন্নয়ন সংস্থা স্মরণীর নির্বাহী পরিচালক মঞ্জু রাণী প্রমানিক প্রমুখ।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়