আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ১০:৫০
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

বটতলা বাজারে ৮৮ কেজি ওজনের বাগাড় মাছ!

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-76
টাঙ্গাইল শহরের আকুরটাকুর বটতলা বাজারে ৮৮ কেজি ওজনের বিশাল আকৃতির বাগাড় মাছ মঙ্গলবার(১৬ মে) বিক্রির জন্য তোলা হয়। মাছটি বাজারে নিয়ে আসেন শহরের ব্যাপারী পাড়ার মাছ ব্যবসায়ী আবদুল মমিন মিয়া।
মমিন মিয়া বলেন, সোমবার(১৫ মে) রাতে তিনি সংবাদ পান আরিচা ঘাটে পদ্মা নদীতে সাববাদ নামের এক জেলের জালে বড় বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে তিনি আরিচা গিয়ে ৭২ হাজার টাকায় মাছটি কিনে এই বাজারে তোলেন। তবে এত বড় মাছ একা কেনার মতো ক্রেতা ছিল না। তাই বাধ্য হয়ে তিনি মাছটি কেটে ভাগে বিক্রি করেন।
তিনি বলেন, মাছটির ওজন ১০০ গ্রাম কম ৮৮ কেজি। তিনি মাছটি কেটে ৪০টি ভাগ করেন। প্রতি ভাগ মাছ দুই হাজার টাকা করে বিক্রি করেছেন।
বাজারে গিয়ে দেখা যায়, মাছটি একনজর দেখার জন্য মানুষ ভিড় করেছে। অনেকে আবার মাছটির ভাগ নেওয়ার জন্য অগ্রিম টাকা জমা দিচ্ছেন। মাছটিকে ঘিরে এক উৎসবের আমেজ ছিল বটতলা বাজারে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়