আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৩:৩৬
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

‘বর্ণাঢ্য জীবনের খণ্ডচিত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইালে জননেতা ফজলুর রহমান খান ফারুকের ৭৬তম জন্মদিন উপলক্ষে সোমবার(১২ অক্টোবর) বিকালে তাঁর জীবনী নিয়ে লেখা ‘বর্ণাঢ্য জীবনের খণ্ডচিত্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

ফজলুর রহমান খান ফারুক একাধারে জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান, দৈনিক আজকের দেশবাসী পত্রিকার সম্পাদক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সংস্কৃতি হিতৈষী।

এ উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি।

মুখ্য আলোচক ছিলেন, ষাটের দশকের অন্যতম কবি বীর মুুুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।

অনুভুতি ব্যক্ত করেন, ‘বর্ণাঢ্য জীবনের খণ্ডচিত্র’ গ্রন্থের লেখক অরণ্য ইমতিয়াজ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদার, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা সিনিয়র তথ্য

কর্মকর্তা কাজী গোলাম আহাদ, বিশিষ্ট রাজনীতিক খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।

এরআগে জননেতা ফজলুর রহমান খান ফারুকের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া তুলে দেন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম ও কোষাধ্যক্ষ আব্দুর রহিম।

জন্মদিনের ক্রেস্ট তুলে দেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। এরপর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়