দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লায় বন্যার্তদের মাঝে বিনামূল্যে স্বাস্থসেবা প্রদান করা হয়েছে। এ সময় দু’শতাধিক বন্যার্তদের মেডিকেল চেকআপ, খাবার স্যালাইনের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়া হয়। গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল যোনের ঘাটাইল এরিয়া অফিস এ কর্মসূচির আয়োজন করে।
স্বাস্থসেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংকের টাঙ্গাইল যোনের ম্যানেজার আবুল খায়ের মো. মনিরুল হক, এরিয়া ম্যানেজার এসএম সাইফুল আলম, প্রোগ্রাম অফিসার মো. ইলিয়াস উদ্দীন, শফিউল্লাহ চৌধুরী, মোজাম্মেল হক, ধ্রুব চন্দ্র বিশ্বাস, মো. শহিদুল ইসলাম, মো. রাজা মিয়া প্রমুখ। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. মো. সিদ্দিক হোসেন।
