আজ- বুধবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১ | সন্ধ্যা ৬:৫৩
১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে আহত ব্যবসায়ীর মৃত্যু

কালিহাতী প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রতিপক্ষরা কুপিয়ে আহত ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বাবলু সিকদার নামে ওই ব্যবসায়ীকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে আহত করার পর রাজধানীর একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১৮ নভেম্বর) তার মৃত্যু হয়।

 

 

 

 

 

 

এ বিষয়ে নিহতের বাবা কামাল হোসেন সিকদার বাদি হয়ে কালিহাতী থানায় অভিযুক্ত হারুন মিয়া সহ ১৪ জনের নামোল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত বাবলু সিকদার পাশের সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের মো. কামাল হোসেন সিকদারের ছেলে।

 

 

 

 

 

 

 

 

 

জানা যায়, সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের বাবলু সিকদার একজন মাটি ব্যবসায়ী। একই গ্রামের বাকী মিয়ার ছেলে হারুন মিয়া ও পাশের কালিহাতী উপজেলার গান্ধিনা গ্রামের কয়েকজন পার্টনারের সঙ্গে ব্যবসায়ীক দ্বন্দ্ব চলছিল।

 

 

 

 

 

 

 

 

 

ওই দ্বন্দ্বের জের ধরে গত ১৬ নভেম্বর(শনিবার) রাত সাড়ে ৮টার দিকে হারুন মিয়া সহ অন্য পার্টনাররা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে গান্ধিনা বাজারে আনে। পরে গান্ধিনা বাজারের ফিরোজ নগর মার্কেটের মা এণ্টারপ্রাইজ নামক দোকানের ভেতরে নিয়ে বাইরে থেকে সাটার অটকিয়ে দেয়। দোকানে ভেতর কথা কাটাকাটি এক পর্যায়ে দুর্বৃত্তরা বাবলু সিকদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এসময় বাবলু সিকদারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পরিচিত দুর্বৃত্তরা দোকানের সাটার খুলে পালিয়ে যায়।

 

 

 

 

 

 

 

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বাবলু সিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বাবলু সিকদারের মৃত্যু হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) শরিফুল ইসলাম জানান, ওই ঘটনায় নিহতের বাবা কামাল হোসেন সিকদার বাদি হয়ে সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের হারুন মিয়া সহ ১৪ জনের নামোল্লেখ করে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়