আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৬:১২
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

বাসাইলের একটি স্কুলে অ্যাসাইনমেণ্ট ফি আদায়!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার পাটখাগুরী বিলকিস-মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষার্থীদের অ্যাসাইনমেণ্ট ফি বাবদ আড়াইশ’ টাকা এবং ১২ মাসের বেতন আদায় করা হচ্ছে!

এ বিষয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে বৃহস্পতিবার(২৬ নভেম্বর) লিখিত অভিযোগ দিয়েছেন।

জানাগেছে, ১৯৯৪ সালে ১.৫৬ একর ভূমির উপর হাবলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাদশা স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পাটখাগুরী বিলকিস-মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ ১০জন শিক্ষক-কর্মচারী এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০০ শিক্ষার্থী রয়েছে।

সরেজমিনে বিদ্যলয়ের অভিভাবক সিএনজি চালিত অটোরিকশা চালক পাটখাগুরীর মো. ফারুক খান, বাঐখোলার রাজমিস্ত্রি আলী হোসেন, কৃষক শওকত আলী, সিএনজি চালক শফিক জানান, তাদের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত মেয়েদের কাছ থেকে মাসিক ১০০টাকা হারে বেতন হিসেবে ১২০০টাকা এবং অ্যাসাইনমেণ্ট ফি বাবদ আড়াইশ’ টাকা পৃথকভাবে পরিশোধ করেছেন।

এছাড়া বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাঙানো ছবি দুটিতে ধুলা-বালি ও পানি ঢুকে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বিদ্যালয়ে জাতীয় পতাকাটিও যথাযথ মর্যাদায় উড়ানো হয়না বলে স্থানীয়রা অভিযোগ করে।

নবম শ্রেণির ছাত্রী খাদিজা(রোল-৭), মিতুল(রোল-৬), যুথি(রোল-৫), মীম(রোল-৯), বৃষ্টি(রোল-১৩) সহ অনেকেই জানান, মাসিক বেতন ও অ্যাসাইনমেণ্ট ফি পরিশোধ না করায় শনিবার(২৮ নভেম্বর) প্রধান শিক্ষক নাজমুল হোসেন তাদেরকে স্কুল থেকে বের করে দিয়েছেন।

তারা আরও জানান, তাদের বিএসসি শিক্ষক মো. রাসেল মিয়া করোনার মধ্যেও বিদ্যালয়ে প্রাইভেট কোচিং করেছেন। এখনও প্রাইভেট পড়াচ্ছেন। ছাত্রীদের তার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করছেন।

পাটখাগুরী বিলকিস-মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন অ্যাসাইনমেণ্ট ফি আদায়ের বিষয়টি সরাসরি অস্বীকার করে জানান, বিদ্যালয় পরিচালনার জন্য ছাত্রীদের কাছ থেকে সামান্য পরিমাণ টাকা আদায় করা হচ্ছে। সেক্ষেত্রে সর্বনিম্ন ২০০টাকা এবং সর্বোচ্চ ৮০০টাকা নেওয়া হচ্ছে।

বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল হাসান জানান, অ্যাসাইনমেণ্ট ফি ও চাপ দিয়ে বেতন আদায়ের বিষয়ে বৃহস্পতিবার অভিভাবকরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির আহ্বায়ক শামছুন্নাহার স্বপ্না জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে অনিয়ম হয়ে থাকলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়