দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইলের কাঞ্চনপুর বাজারে মঙ্গলবার(১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনির হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া বাজারের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে বাসাইল থেকে একটি ইউনিট ও টাঙ্গাইল থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্র্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই বাজারের ১০টি দোকান আগুনে পুড়ে যায়। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
