দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকা থেকে বুধবার (২৮ আগস্ট) সকালে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত(৪৫) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার গুল্লাহ এলাকায় গ্রামের কিশোর-কিশোরীরা শাপলা তুলতে গেলে পাশের একটি গাছে ঝুলন্ত লাশ দেখতে পায়। স্থানীয় ইউপি সদস্য আকবর আলী ওরফে ধলা মিয়া জানতে পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।
স্থানীয়রা লাশের গায়ে ও মুখে কাদামাটির চিহ্ন দেখে মনে করছে মৃত্যুর আগে তার সাথে ধস্তাধস্তি হয়েছে। পরে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যায়।
বাসাইল থানার পরিদর্শক(তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয়দের সংবাদের পরিপ্র্রেক্ষিতে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
