দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। রোববার(৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার ময়থা গাছপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার(৯ সেপ্টেম্বর) সকালে র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার ময়থা কুস্তিপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে হাছিবুল ইসলাম(২১) এবং ময়থা গাছপাড়া গ্রামের বজন চন্দ্র শীলের ছেলে সন্তোষ সরকার(১৯)। এ সময় তাদের কাছ থেকে ৭৪পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন জব্ধ করা হয়।
এ বিষয়ে র্যাব-১২’র সিপিসি-৩ কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে বাসাইলের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে সরবরাহ করে আসছিল।
