আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩৭
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

বাসাইলে গাছের চাপায় শ্রমিক নিহত

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইল উপজেলার দাপনাজোর গ্রামে গাছ কাটতে গিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে গাছের নিচে চাপা পড়ে নায়ের আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত নায়েব আলী বাসাইল উপজেলার দেওলী গ্রামের বাসিন্দা। বাসাইল উপজেলার কাশিল ইউপি চেয়ারম্যান মির্জা রাজিক গাছ কাটা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বাসাইল উপজেলার দেওলী গ্রামের নায়ের আলী দীর্ঘদিন যাবৎ গাছ কাটার কাজ করছিলেন। মঙ্গলবার সকালে তিনি পাশের দাপনাজোর গ্রামের বজলুর রহমানের বাড়িতে গাছ কাটতে যান। এক পর্যায়ে একটি গাছ ছিটকে গিয়ে তার উপর আছড়ে পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়