আজ- শনিবার | ২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১ | সকাল ৮:৫৪
২২ মার্চ, ২০২৫
৮ চৈত্র, ১৪৩১
২২ মার্চ, ২০২৫, ৮ চৈত্র, ১৪৩১

বাসাইলে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে অটোচালক নিহত

বাসাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইল উপজেলা কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ব্যাটারি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোচালক বাপ্পি(২৫) নিহত হয়েছেন। নিহত বাপ্পি উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা গ্রামের লিটন মিয়ার ছেলে।

 

 

 

 

 

 

স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বাপ্পি বাসাইল উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কলিয়া এলাকায় পৌঁছলে মাটির বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক বাপ্পি গুরুতর আহত হলে তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

 

 

 

বাসাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জালাল উদ্দিন জানান, দুর্ঘটনায় নিহত বাপ্পীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়