দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল-সখীপুর সড়কে বাসাইলের হান্দুলিপাড়া এলাকায় মঙ্গলবার(১৫ অক্টোবর) সকালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী রফিকুল ইসলাম(৪০) নিহত হয়েছেন। এতে অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরো ৫জন। নিহত রফিকুল ইসলাম সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের হারুন-অর-রশিদের ছেলে।
এ ঘটনায় আহতরা হচ্ছেন, নিহত রফিকুলের বাবা হারুন-অর-রশিদ(৭০), একই গ্রামের সিএনজি চালক দেলোয়ার হোসেন(৪০), একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের পারুল বেগম(৪০), লিলি আক্তার(৩২) ও আরিফুল ইসলাম (৪০)।
বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেল্লাল হোসেন জানান, আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনা কবলিত ট্রাকটি পালিয়ে গেছে।
