দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক কিশোরীর মৃত্যু হয়েছে।
টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুস সবুর তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অজ্ঞাত ওই মেয়েটি মারা যায়।
শনিবার(২৪ অক্টোবর) সকালে রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। পরে ইউডি মামলা দায়ের করে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
