বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে তারুণ্যের মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওই পিঠা উৎসব ছাড়াও বই ও তারুণ্যের মেলা, হস্তশিল্প, কৃষি উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। এদিন সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম।
এসময় টাঙ্গাইল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও উদ্যোক্তাদের ২০টি স্টল স্থান পায়। ওই মেলায় শিক্ষার্থীসহ তরুণদের ঢল নামে।