দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইলে শীতার্তদের মাঝে বিএনপির উদ্যোগে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন বিএনপির ওই শীতবস্ত্র বিতরােণর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক শাহিন।
কাউলজানী ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম- সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিছ, জেলা মৎস্যজীবি দলের আহ্বায়ক অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম- আহ্বায়ক মাহমুদ হাসান খান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন ভূইয়া, বিএনপি নেতা মামুন মোর্শেদ ভূইয়া, যুবদল নেতা মামুন খান, আব্দুল মজিদ প্রমুখ।
https://youtu.be/rFs2z46GZ_g
এছাড়া উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
