দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইলে সাপের কামড়ে আয়েশা আক্তার শিমু (২৭) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও একই এলাকার নুরু মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বুধবার(২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শিমু বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় তার আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে শিমু জানান, তাকে সাপে কামড় দিয়েছে। পরে তাকে প্রথমে মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় রাত একটার দিকে ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।