আজ- বৃহস্পতিবার | ১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২ | সন্ধ্যা ৬:৩১
১৩ নভেম্বর, ২০২৫
২৮ কার্তিক, ১৪৩২
১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক, ১৪৩২

বাসাইলে ১১ মাদক মাদকসেবী স্বাভাবিক জীবনে

দৃষ্টি নিউজ:

dristy.tv--25
টাঙ্গাইলের বাসাইলে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছে ১১জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী। সোমবার (৫ জুন) সকালে বাসাইল থানায় উপস্থতি হয়ে তারা মাদক সেবন ও মাদক বিক্রি করবে না মর্মে অঙ্গীকারনামা দেন। মাদকের কুফল সর্ম্পকে অবহিত করে তাদের সকলকে ছেড়ে দেয়া হয়। পুলিশকে মাদক দমনে সহায়তা দেবে বলেও তারা অঙ্গীকার করে।
জানা যায়, সোমবার (৫ জুন) বাসাইল পশ্চিম পাড়ার শফিকুল ইসলামের ছেলে সবুজ (২৫), একই এলাকার রব্বানী মিয়ার ছেলে আইয়ুব (৩০), বাসাইল এসআর পাড়ার ইজাহার মিয়ার ছেলে ফজলু মিয়া (৩২), পৌর এলাকার আবু হানিফ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৬), তোফায়েল হোসেন বেনুর ছেলে পিনাক (২৮), স্থল বল্লার ছালাম উদ্দিনের ছেলে জুয়েল (২৮), কাউলজানী বোর্ড বাজার এলাকার মৃত সাবান আলীর ছেলে বিল্লাল (৬৫), একই এলাকার মৃত নিবারন ঋষির ছেলে পবন ঋষি (৩৮), মৃত ননী দত্ত’র ছেলে দীপক দত্ত (৬২), সুন্যা গ্রামরে মৃত আব্দুল বাছের মিয়ার ছেলে কবির হোসেন (২৮), একই এলাকার আব্দুল মান্নানের ছেলে রোমান- এরা সকলেই বাসাইল থানায় উপস্থতি হয়ে অঙ্গীকারনামা দেন।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশে বাসাইল থানা পুলশি বাসাইল পৌর এলাকাসহ উপজেলার ৬টি ইউনিয়নে মাদকের সাথে জড়িত, মাদকসেবী এবং ব্যবসায়ীদের তালিকা তৈরি করছে। তালিকাভুক্তদের মাদক থেকে ফিরিয়ে আনতে প্রথম ধাপে এই ১৩ জনকে বিশেষ সুযোগ দেয়া হয়েছে। বাসাইল উপজেলা মাদকমুক্ত না হওয়া র্পযন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শ্যামল দত্ত  বলেন, মাদক কখনো কারো আপন হতে পারে না। মাদক থেকে মুক্ত করতেই জেলা পুলশে সুপারের নির্দেশে এ প্রচেষ্টা চালানো হচ্ছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়