আজ- রবিবার | ১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১ | সকাল ৯:৫৮
১৬ মার্চ, ২০২৫
২ চৈত্র, ১৪৩১
১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র, ১৪৩১

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন করা হবে :: সালাউদ্দিন টুকু

গোপালপুর প্রতিনিধি:

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামির বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেলক্ষে ইতোমধ্যে ৩১ দফা উপস্থাপন করেছেন। সেই ক্ষেত্রেও উনি প্রাথমিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে ৩১ দফাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং আগামি নির্বাচনে আপনাদের দোয়াসহ ভোটে একটি নির্বাচনের মাধ্যমে এবং আল্লাহর রহমতে রাষ্ট্র বা রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাই তাহলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দেওয়ার মাধ্যমে ব্যাপক উন্নয়ন করা হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

 

 

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি যদি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এ দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সর্বশেষ সকল শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ব্যয় করা হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যাপারেও দেশ নায়ক তারেক রহমান জাতির সামনে যে ৩১ দফা দিয়েছেন সেখানে স্বাস্থ্য সেবার কথাও উল্লেখ করা হয়েছে। একটি জাতি তখনই উন্নত হবে যদি জাতি শিক্ষিত হয়।

 

 

 

 

 

ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রসঙ্গে টুকু বলেন, এ দেশটি কিন্তু সবার- এটি কারও একার নয়। মানুষের মৌলিক অধিকার, নাগরিক অধিকার ও ভোটের অধিকার বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি শেখ হাসিনা সরকার ধ্বংস করেছে। ২০১৪, ১৮ এবং ২০২৪ সালে যে ভোট হয়েছে- সেখানে আপনারা কি ভোট দিতে পারেছেন? সে সময় কেউ কিন্তু নাগরিক সঠিকভাভে প্রয়োগ করতে পারেনি। স্বৈরাচার তার পছন্দমতো কাজ করেছে।

 

 

 

 

 

 

 

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমরা বলতে চাই একটি ভোটের মধ্য দিয়েই ভালো সরকার, জণগণের সরকার প্রতিষ্ঠিত হোক- এটাই মানুষের চাওয়া। এই চাওয়ার ব্যত্যয় ঘটায় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা। ক্ষমতায় থাকার জন্য তিনি সব অপকর্ম করেছেন। মানুষকে গুম করেছেন, খুন করেছেন, হত্যা করেছেন, জেলে নির্যাতন করেছেন। আমার বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু প্রায় ১৭ বছর ফ্যাসিবাদের বিদায়ের পর মুক্তি পেয়েছেন। কোন কারণে তার জীবন থেকে ১৭টি বছর কেড়ে নেওয়া হয়েছে?

 

 

 

 

 

 

 

 

 

তিনি আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনাদোষে জেলে দেওয়া হয়েছিল। এই রকম বাংলাদেশ কিন্তু চাই না। আমরা চাই সকলে মিলে সৌহার্দ্যপূর্ণ এবং ভাই ভাই হয়ে পথ চলতে চাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মনের মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশটি আমরা পেয়েছি। বাংলাদেশে যাতে আর কোনো দিন স্বৈরাচার ও খুনি চক্রের আর্বিভাব না ঘটে সে জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়