দৃষ্টি নিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। তারা এখনও পাকিস্থানের ফেডারেশনে বিশ্বাস করে। জামায়াতসহ ধর্মান্ধ কয়েকটি দলকে সাথে নিয়ে বিএনপি নতুন করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, ২০১৯ সালের প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে বাধাঁগ্রস্থ করতে চাইবে বিএনপি। কিন্তু পৃথিবী কোন শক্তিই নেই সেই নির্বাচন বন্ধ করবে। তিনি বৃহস্পতিবার(২৫ মে) বিকালে টাঙ্গাইলের সখীপুর ডাক বাংলা মাঠে উপজেলা যুবলীগের আয়োজনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সখীপুর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় এমপি, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, টাঙ্গাইল জেলা আওয়ামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।