
দৃষ্টি নিউজ:
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান দরিদ্র ছাত্র ও কর্মচারীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এসময় বিদ্যালয়েরর প্রধান শিক্ষক আব্দল করিম সহ শিক্ষক ও শিক্ষার্থী-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
https://youtu.be/YH9ZHUEzrIc
প্রকাশ, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেনের অর্থায়নে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এ মহতী উদ্যোগ গ্রহন করেছেন। অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেন ছাত্ররা।
