দৃষ্টি স্পোর্টস:
ফিফা নভেম্বর উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলছে লাতিন দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো। যেগুলো ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের অংশ। প্রথমদিনে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নেমেছিল। তবে কোন দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে সমতায় নিয়ে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়ের সঙ্গে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এ ছাড়া দিনের আরেক ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইকুয়েডর। এই তিন ম্যাচের পরই কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পরিবর্তন এসেছে।
শীর্ষে থাকা আর্জেন্টিনার বিপক্ষে জয়ের পর ছয় নম্বরে উঠে এসেছে প্যারাগুয়ে। আর ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ে দুই নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে সেলেসাওরা।
:: পয়েন্ট টেবিলে কে কোথায় ::
১১ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে ব্রাজিল। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে ভেনেজুয়েলা। শীর্ষে থাকা আর্জেন্টিনার সংগ্রহ ১০ ম্যাচে ২২ পয়েন্ট। এ ছাড়া ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া। তবে কলম্বিয়ার সামনে সুযোগ আছে মেসিদের ধরে ফেলার।
শনিবার (১৬ নভেম্বর) উরুগুয়েকে হারালে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলবে কলম্বিয়ানরা। উরুগুয়েরও দুইয়ে ওঠার সুযোগ আছে। জয় পেলে তারাও চার থেকে দুইয়ে উঠে যাবে। ফলে চার নম্বরে নেমে যাবে ব্রাজিল।