আজ- শুক্রবার | ৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২ | রাত ৪:১০
৭ নভেম্বর, ২০২৫
২২ কার্তিক, ১৪৩২
৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক, ১৪৩২

বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাসান আলী রেজা নিখোঁজ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. হাসান আলী রেজা নিখোঁজ হয়েছেন। সোমবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টা থেকে সর্বশেষ মঙ্গলবার(৯ জুলাই) বিকাল পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজা নিখোঁজ হওয়া প্রসঙ্গে তার ছোট ছেলে লিটু হাসান জানান, সোমবার সন্ধ্যার পর তিনি(হাসান আলী রেজা) চা খাওয়ার জন্য নিজ বাসা থেকে বের হন। সময়মতো বাসায় ফিরে না আসায় তারা সম্ভাব্য সব স্থান ও আত্মীয়-স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাননি।
তিনি আরো জানান, কৃষক শ্রমিক জনতালীগের নেতা ও বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. হাসান আলী রেজা টাঙ্গাইল পৌর শহরের নিজ বাসভবন সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকার রোড নং-৬, ব্লক- সি, বাড়ি নং- ৬৫ বাসায় বসবাস করেন। এ বিষয়ে টাঙ্গাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৪৫৮, তাং-৯/৭/১৯ইং) করা হয়েছে। নিখোঁজের বিষয়টি টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ কে অবহিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজাকে উদ্ধারে সাদা ও পোশাকধারী পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ করছেন। এ সময় নিখোঁজ হওয়ার ঘটনায় কোন হুমকি অথবা চাঁদাদাবি করা হয়নি বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মো. হাসান আলী রেজার ভাই ঘাটাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে কোন কল যাচ্ছে না, নিখোঁজের পর থেকে সেটি বন্ধ রয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে ০১৭১২-৬৯৬০৯৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়