দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার ঘটনায় মঙ্গলবার(৮ অক্টোবর) সকালে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন কমর্মসূচিও পালন করে।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী জাকির হোসেন, রেজুয়ান, কাওছার, এমদাদ, জাহিদ প্রমুখ।
https://youtu.be/khrtEJaqc4I
এসময় বক্তারা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ জানান। তারা দ্রæততম সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অন্যথায় আগামিতে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
