দৃষ্টি নিউজ:
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে টাঙ্গাইল সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭ নভেম্বর) দুপুরে সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের ওই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আসাদুজ্জামান।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভার আয়োজক কমিটির আহ্বায়ক এসএম শফিউল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক নবাব আলী প্রমুখ।